ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে কাজীসহ ৫ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
লক্ষ্মীপুরে কাজীসহ ৫ জনের জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রোমানা ইসলাম সনি (১৬) নামে এক ছাত্রীর ভুয়া জন্ম সনদ তৈরি করে বাল্যবিয়ে দেওয়ায় নিকাহ রেজিস্ট্রার (কাজী) ও ইউপি সদস্যসহ ৫ জনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

এ সময় ভুয়া জন্ম সনদ তৈরি ও সরবরাহের দায়ে চন্দ্রগঞ্জ বাজারের পিসি প্লাস নামে একটি কম্পিউটারের দোকান সিলগালা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-চন্দ্রগঞ্জ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও ওই ইউনিয়নের দেওপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে কাজী মাহবুব আলম (৪১), নিকাহ রেজিস্ট্রারের সহকারী পাঁচপাড়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে শাহাব উদ্দিন (৩৩), চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নং পাঁচপাড়া ওয়ার্ড মেম্বার মাহবুব আলম ওরফে সেলিম মোল্লা (৪৮), দেওপাড়া গ্রামের মোশারফ হোসেন (৬০) ও মোশারফ হোসেনের ছেলে মামুন হোসেন (১৯)।

উপজেলা প্রশাসন জানায়, গত ৮ সেপ্টেম্বর তারিখে ভুয়া জন্ম সনদ দিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মামুন ও পাশের পাঁচপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিন মিলনের মেয়ে রোমানা আক্তার সনির বিয়ে হয়। রোমানার বয়স ১৬ বছর ৬ মাস হলেও চন্দ্রগঞ্জের কাজী মাহবুব ভুয়া জন্ম নিবন্ধনের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করেন।

জরিমানাপ্রাপ্তদের যোগসাজশে এ বাল্যবিয়ে সম্পন্ন হয়। অভিযোগের সত্যতা পেয়ে ওই ৫ জনকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।