গাইবান্ধা: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে গাইবান্ধায় বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে সুন্দরবন রক্ষা আন্দোলন গাইবান্ধা কমিটির আয়োজনে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়।
র্যালির উদ্বোধন করেন- তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য আহসানুল হাবীব সাঈদ।
র্যালির পূর্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সংগঠক মিজানুর রহমান, সুন্দরবন রক্ষা আন্দোলনের উদ্যোক্তা মাহবুব আলম মিলন, শাহীন আলম, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামিম আরা মিনা ও সাধারণ সম্পাদক পরমানন্দ দাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিসি