ঢাকা: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় ট্রাক চালকসহ তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হলেন, বিশ্বনাথ, সিদ্দিক এবং মর্তুজা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিনে তাদের ঢামেকে আনা হয়।
মর্তুজার মামা আবদুর রশিদ বাংলানিউজকে জানান, বুধবার বিকেল ৪টার দিকে জয়পুরহাটের আবুল কালামের কাছ থেকে ১৫ ব্যারেল (৬০ ড্রাম) সরিষার তেল ট্রাকে লোড করে বিশ্বনাথ, মর্তুজা ও সিদ্দিক। তারা ঢাকা সাইনবোর্ড এলাকার সাদ্দাম মার্কেটের এসকে প্রোডাক্টের আবদুস সাত্তারের কাছে সরিষার তেল ডেলিভারি দেওয়ার কথা ছিল।
রশিদ আরও জানান, গতকাল রাত ১০টা পর্যন্ত ওই তিনজনের সঙ্গে আবুল কালামের কথা হয়েছে। এরপর আর কোনো যোগাযোগ করা যায়নি।
পরে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকার সেজান জুস ফ্যাক্টরির সামনে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন পকেটে থাকা মোবাইল নম্বর পেয়ে আমাকে (রশিদ মর্তুজার মামা) ফোন দেয়। পরে তাদের উদ্ধার করে একটি পিকআপ ভ্যানে করে ঢামেকে নিয়ে আসি। তবে তেল বোঝাই ট্রাকের কোনো হদিস পাওয়া যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, জরুরি বিভাগের ভর্তির পর পাকস্থলি ক্লিন করা হয়েছে। এখন অন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজেডএস/এসএইচ