ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
শুক্রবার রানা প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ

ঢাকা: রানা প্লাজা ধসের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ার প্রতিবাদ এবং সাভার ডাগরমুরার সিআরপি সংলগ্ন ডানা কারখানা অবিলম্বে খুলে দেবার দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি রানা প্লাজা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সমাবেশে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন সংগঠনটির সাভার থানা শাখার সম্পাদক আলম মাতব্বর।

এতে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্‌তার, রানা প্লাজা শাখার সদস্য রূপালী আক্তার, নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগম এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক প্রদীপ রায়সহ স্থানীয় শ্রমিক নেত‍ারা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।