ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

লক্ষ্মীপুর: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আবুল হোসেন মধু নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সদস্যরা।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর এলাকার বাড়ি থেকে মধুকে আটক করা হয়। মধু একই এলাকার মনুছুর আলী সরদারের ছেলে।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম  সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল মধুর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়িতে দেশি বন্দুক, তিন রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল ও চাপাতি পাওয়ায় তাকে আটক করা হয়।

মধুর বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলেও জানান মেজর আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।