লক্ষ্মীপুর: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আবুল হোসেন মধু নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এর আগে সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর এলাকার বাড়ি থেকে মধুকে আটক করা হয়। মধু একই এলাকার মনুছুর আলী সরদারের ছেলে।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাবের একটি দল মধুর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়িতে দেশি বন্দুক, তিন রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল ও চাপাতি পাওয়ায় তাকে আটক করা হয়।
মধুর বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলেও জানান মেজর আশরাফুল।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/এসআই