ঢাকা: রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অভিযান পরিচালনাকারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একইদিন সকাল ১০টার দিকে এ অভিযান চালায় ডিএসসিসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, সিটি করপোরেশনের লোকজনের সঙ্গে হকারদের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পাতাল মার্কেটের সভাপতি আনু হাজীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন গুজবের ভিত্তিতে হকারদের একটি দল সিটি করপোরেশনের ভেতরে প্রবেশ করে। সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করি।
তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেএ/আরএইচএস