গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি এলাকায় বাসের চাপায় শওকত মোল্লা (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজমিস্ত্রি শওকতের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ওমরনগর গ্রামে।
কাশিয়ানী থানা পুলিশ জানায়, সকালে হিরন্যকান্দি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শওকত। এসময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসআই