ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ডিজিটাল পদ্ধতিতে গাড়ির ফিটনেস পরীক্ষায় ভিআইসি’র উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ডিজিটাল পদ্ধতিতে গাড়ির ফিটনেস পরীক্ষায় ভিআইসি’র উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কম্পিউটারাইজড পদ্ধতিতে গাড়ির দ্রুত ফিটনেস পরীক্ষার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ডিজিটাল ভেহিকল ইন্সপেকশন সেন্টারের (ভিআইসি) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বৃহস্প‌তিবার (২৭ অক্টোবর) বি‌কেল ৩টায় রাজধানীর মিরপুরের বিআরটিএ কার্যালয়ে ফিতা কে‌টে এ সেন্টারের উদ্বোধন ক‌রেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

এসময় তার সঙ্গে ছি‌লেন সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণাল‌য় সংক্রান্ত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি একাব্বর হো‌সেন এম‌পি, কামাল আহ‌মেদ এম‌পি, বাংলা‌দে‌শে নিযুক্ত কো‌রিয়ার রাষ্ট্রদূত আন সিওং ডু, বিআর‌টিএ চেয়ারম্যান নজরুল ইসলাম, কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (কোইকা) কা‌ন্ট্রি ডি‌রেক্টর জ‌য়ি হানং।

বিআর‌টিএ চেয়ারম্যান নজরুল ইসলাম ব‌লেন, এ পদ্ধ‌তি বিআর‌টিএ’র ই‌মেজ সংকট কা‌টি‌য়ে উঠতে সহ‌যো‌গিতা কর‌বে। এই সেন্টারের মাধ্যমে দ্রুত ও নির্ভুল পদ্ধ‌তি‌তে গা‌ড়ির ফিট‌নেস পরীক্ষা করা যা‌বে।

তি‌নি জানান, ‌সেন্টারটি পুরোদমে চালু হলে ঘণ্টায় ১৫টি গাড়ির ফিটনেস পরীক্ষা করা যা‌বে। এছাড়া শিগ‌গির বিআর‌টিএ’র অ‌নেক সেবা অনলাই‌নে পাওয়া যাবে।

ভিআ‌ই‌সি সেন্টা‌র স্থাপন প্রক‌ল্পে মোট ২৪ কো‌টি ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। এতে ফিটনেস টেস্ট যন্ত্র‌ স্থাপনের জন্য ব্যয় হ‌য়ে‌ছে আ‌রও ১ কো‌টি ৭ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।