ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে মধুমালা (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তার স্বামী নিত্য গোপাল মন্ডলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মধুখালীর জোয়ার্দ্দার মার্কেটের পেছনের ছাপড়া ঘর থেকে মধুমালার মরদেহ উদ্ধার করা হয়।
দুপুরে দিকে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের শ্রী-অঙ্গন নামের একটি হিন্দু উপাসানালয়ে পালিয়ে থাকা স্বামী নিত্যকে আটক করে পুলিশ।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের শিবপুর গ্রামের নিখিল মন্ডলের ছেলে নিত্য মণ্ডল মধুখালী বাজারের একটি ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করতেন।
তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে মার্কেটের পেছনেই টিনের ছাপড়া ঘরে বসবাস করতেন।
বৃহস্পতিবার এলাকাবাসীল দেওয়া খবরের ভিত্তিতে বেলা ১১টার দিকে পুলিশ ওই ছাপড়া ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মধুমালার মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।
ওসি বলেন, এই ঘটনার ছেলে রাজ (২) কে নিয়ে পালিয়ে যায় পর নিত্য। পরে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিক সুরতহাল রিপোর্টে স্ত্রী মধুমালাকে শ্বাসরোধে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে শিশু পুত্রকে নিয়ে নিত্য পালিয়ে যায় বলে ধারণা পুলিশের। তিনি জানান, মধুমালার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
মধুমালার মা সুচিত্রা বালা জানান, প্রায় ৭ বছর আগে মধুমালা সঙ্গে নিত্য গোপাল মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই নিত্য মধুমালাকে মারপিট করতো।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বিএস