সুনামগঞ্জ: ‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন, হাত ধোয়ার অভ্যাস গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।
শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনা অঞ্জন দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের সবাইকে হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে। শুধু পানি দিয়ে হাত ধুলে চলবে না, এতে হাতে ময়লা থেকে যায়। আমাদের সবাইকে সাবান দিয়ে হাত ধুতে হবে। বাথরুম ব্যবহারের পর অবশ্যই সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে পানি খরচ করে হাত পরিস্কার করতে হবে। বিশেষ করে শিশুদের প্রতি নজর রাখতে হবে। তারা যেন ছোট বেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিসি/