ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় যৌন হয়রানির দায়ে যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ভাঙ্গায় যৌন হয়রানির দায়ে যুবক কারাগারে

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বাবু খলিফা (২৩) নামে এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবু উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসড়া গ্রামের তোতা খলিফার ছেলে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ভাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কয়েকদিন ধরে ওই যুবক উত্যক্ত করছিলেন।

তিনি বলেন, ২৫ অক্টোবর (বুধবার) ওই ছাত্রী দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মডেল টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় পথরোধ করেন বাবু খলিফা। এ ঘটনায় ওই ছাত্রীকে বহনকারী ভ্যানচালক প্রতিবাদ করলে তাকেও মারধর করেন বাবু ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা আহত ভ্যান চালককে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

এ বিষয়টি ছাত্রীর পিতা সোবহান সিপাহী ভাঙ্গা থানায় অভিযোগ করলে, পুলিশ বাবু খলিফাকে গ্রেফতার করে দুপুরের দিকে আদালতে পাঠায়।

আদালত বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে ‍জানান ওসি মিজানুর।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।