ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
এ সময় তাদের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল, ২৫০ পিস ইয়াবা, দু’টি ককটেল সদৃশ্য বস্তু, আটটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের মাছের আড়ত থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কালীগঞ্জের বারোবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাদুরগাছা গ্রামের আবুল কালাম আজাদ (৪৫), তার ভাই আব্দুস সালাম (৩৫), ফরহাদ রেজা (৩২), একই গ্রামের শামসুল হকের ছেলে উজ্জ্বল শিকদার (২৪) ও মিঠা পুকুর গ্রামের পুটে হোসেনের ছেলে সুমন হোসেন (২৫)।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিউজকে জানান, কালীগঞ্জের বারোবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পাঁচজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬ / আপডেট ১৯৪০ ঘণ্টা
এজি/পিসি