রাঙামাটি: ‘সবার জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জহির উদ্দিন দেওয়ান, রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রউফ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল এলাকার মানুষকে স্যানিটেশন ও বিশুদ্ধ পানি পান সম্পর্কে আরও সচেতন করতে হবে। বিশেষ করে মায়েরা ঘরের রান্নার কাজে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করবে। শিশুদের খাওয়ার আগে-পরে ও ল্যাট্রিন থেকে আসার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। এ বিষয়ে নিজে এবং পরিবারের সবার নজর রাখতে হবে।
অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিসি/