ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ভারতীয় মদের চালান জব্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সুনামগঞ্জে ভারতীয় মদের চালান জব্ধ

সিলেট: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর পল্লী এলাকা থেকে ভারতীয় মদের চালান জব্ধ করেছে ৠাব।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা এলাকা থেকে চালানটি জব্ধ করা হয়।

 

বিকেলে ৠাব-৯ এর সহকারী পরিচালক (এএসপি-মিডিয়া) জিয়াউল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতারকোনা গ্রামের আক্কেল আলীর বাড়ির সামনে রাস্তার উত্তর পাশে অজ্ঞাত কিছু লোক মাদক বেচাকেনা করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ৠাব। এ সময় ৠাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।
 
পরে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযানে ২০৭ বোতল অফিসার্স চয়েস এবং ৭৯ বোতল ম্যাকডোনাল্ডস জব্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।