ঢাকা: ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক মামলায় ইউনিয়ন পরিষদ সচিবসহ দুই জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য বাংলানিউজকে জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- নবাবগঞ্জ নয়নশ্রী ইউনিয়ন পরিষদ সচিব দেবদুলাল হাজরা ও একই এলাকার বাসিন্দা ফিরোজ আলম।
দুদক সূত্র জানায়, পরস্পর যোগসাজশে ভুয়া প্রকল্প দেখিয়ে ঢাকা জেলা পরিষদের ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা আত্মসাৎ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিনষ্ট করার অভিযোগে এক মামলা দেবদুলাল হাজরাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ১২ অক্টোবর গুলশান থানায় মামলা করে দুদক।
অন্যদিকে, একই ধরনের অভিযোগে ২১ লাখ ৪৯ হাজার ১০০ টাকা আত্মাসাতের মামলায় ফিরোজ আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ১২ অক্টোবর নবাবগঞ্জ থানায় মামলা করে দুদক।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
টিএইচ/বিএস