সারিয়াকান্দি (বগুড়া): যমুনার ভাঙন থেকে বগুড়ার সারিয়াকান্দি বন্দর রক্ষায় কার্যকরী কালিতলা গ্রোয়েনের উত্তর পাশে ২০ মিটার স্লাব ধসে গেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে যমুনা নদীর প্রচণ্ড স্রোত ও ঘূর্ণাবর্তে সিসি ব্লক সড়ে গিয়ে গ্রোয়েনটি হুমকির মুখে পড়ে।
নদী ভাঙন থেকে সারিয়াকান্দি বন্দর রক্ষায় ২০০০ সালে পানি উন্নয়ন বোর্ড ৪৫ কোটি টাকা ব্যয়ে গ্রোয়েনটি নির্মাণ করে। নির্মিত হওয়ার পর কয়েক বছর গ্রোয়েনটি নিয়মিত রক্ষণাবেক্ষণ হলেও এখন গ্রোয়েনটি তদারকি করার জনবল নেই। পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ বিশেষায়িত (পত্তর) বিভাগের অধীনে সারিয়াকান্দি বিশেষায়িত (পত্তর) উপ-বিভাগ কালিতলা গ্রোয়েন ও ২টি হার্ড পয়েন্ট রক্ষণাবেক্ষণ করত। কিন্তু গত ৫ বছর ধরে জনবল না থাকায় এ উপ-বিভাগটি অঘোষিতভাবে বন্ধ রয়েছে।
সারিয়াকান্দি বিশেষায়িত (পওর) উপ-বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা (এসও) মো. ফারুক আল মামুন বলেন, সার্ভে রিপোর্টে দেখা গেছে, সম্প্রতি বন্যায় গ্রোয়েনটির এরিয়ায় সিসি ব্লক সড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ বিশেষায়িত পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান বলেন, আমি এখন ঢাকায় আছি। গ্রোয়েনটি ধসে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএ