ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে যমুনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সারিয়াকান্দিতে যমুনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল হালিম (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল হালিম একই উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের চরপাড়ার সাত্তার প্রামাণিকের ছেলে। তিনি উত্তর শোনপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আকতার বানু বাংলানিউজকে জানান, দুপুরে আব্দুল হালিম স্কুল থেকে এক ঘণ্টার ছুটি নিয়ে তার দুই ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যান। ছেলেদের পাড়ে রেখে পানিতে ডুব দিয়ে মাছ ধরার একপর্যায়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।