ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জলবায়ু খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মানববন্ধন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল থেকে অর্থ সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়।

জলবায়ু ন্যায্যতা সপ্তাহ উদযাপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এ মানববন্ধনের আয়োজন করে।  
ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির সদস্য মো. আরজু’র সঞ্চালনায় 

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সনাক’র সভাপতি জেসমিন খানম, সহসভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সদস্য আবদুন নূর, ডা. মেজবাহ উদ্দিন, টিআইবি’র ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক সুজন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে অন্যতম বাংলাদেশ ইতোমধ্যেই অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, প্রতিবছর জাতীয় বাজেট থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলে অর্থ বরাদ্দের পরিমাণ ক্রমেই কমছে।  

বক্তারা বাংলাদেশের ওপর অধিকতর ঋণের ভার ও বোঝা চাপানো থেকে বিশ্বব্যাংককে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ বাংলাদেশ যেন দ্রুত পেতে পারে। সেই প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা পালনে বিশ্বব্যাংককে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিসি/


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।