ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ডিজিটাল ফসল ক্লিনিকের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ধুনটে ডিজিটাল ফসল ক্লিনিকের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধনট (বগুড়া): স্বল্প সময়ে অধিক সংখ্যক কৃষককে পরামর্শ সেবা দেওয়ার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ ডিজিটাল ফসল ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এ ক্লিনিকের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হযরত আলী।

ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন-ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ জাহাঙ্গীর আলম।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ হোসেন, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল্লা হেল কাফি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আব্দুর রহিম, ধুনট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবাহান, চৌকিবাড়ী ইউপির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুনজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আকতার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আব্দুস সোবহান, শাহীনুর ইসলাম, আশরাফ আলী ও জুয়েল রানা প্রমুখ।  

চৌকিবাড়ী ইউপি চত্বরে স্থাপিত ভ্রাম্যমাণ ডিজিটাল ফসল ক্লিনিকে দিনব্যাপী কৃষকদের পরামর্শ সেবা দেওয়া হয়।

এছাড়া রবি মৌসুমের জন্য ডিজিটাল সার সুপারিশ, কৃষি কল সেন্টারের (১৬১২৩) সেবা পাওয়ার পদ্ধতিসহ ই-কৃষি সম্প্রসারণ সেবা সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।