ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান করবে বাংলাদেশ-ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান করবে বাংলাদেশ-ভারত

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা সাক্ষাৎ করে বিষয়টি জানান।

মন্ত্রী বলেন, বিগত বন্যায় আগাম তথ্য পাওয়ার কারণে বাংলাদেশ সুষ্ঠুভাবে বন্যা মোকাবিলা করতে পেরেছে। ভারতের এ ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করি।

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান জোরদার করতে সম্মত ভারত ও বাংলাদেশ। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে তথ্য আদান-প্রদানের মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দেশ দু’টি।  

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা হিসেবে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ বছরের মাল্টিপল ভিসা এবং তাদের সন্তানদের ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দেবে।  

বৈঠকে আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে এশিয়ান মন্ত্রী পর্যায়ের কমিটির সভা নিয়ে আলোচনা হয়। সভায় ৫১ দেশের পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমআইএইচ/এসএনএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।