ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ২ ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ময়মনসিংহে ২ ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ: মেয়াদত্তীর্ণ ওষুধ রাখা ও অব্যবস্থাপনার দায়ে ময়মনসিংহ নগরীর উত্তরণ মেডিকেল সেন্টার ও একতা মডেল ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর ভাটিকাশর এলাকায় পৃথক অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন ও রাজীবুল আহসান এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে এরশাদ উদ্দিন জানান, শোচনীয় বর্জ্য ব্যবস্থাপনা ও মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার দায়ে উত্তরণ মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অপরিষ্কার, নোংরা পরিবেশ, অপরিচ্ছন্ন রোগী শয্যা ও লাইসেন্স নবায়ন না থাকার কারণে একতা মডেল ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমএএএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।