ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় গোলাম মাওলা মেজবাহ (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোলাম মাওলা মেজবাহ ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেজবাহ মোটরসাইকেলে করে ভান্ডারিয়া যাচ্ছিলেন। পথে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক বাবুল জানান, বরিশালের উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই মেজবাহর মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, দুর্ঘটনার কথা জানলেও মৃত্যুর ব্যাপারে তিনি অবগত নন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমএস/আরএ