ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কথিত অতিরিক্ত সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
কথিত অতিরিক্ত সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

ঢাকা: অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে টাকা দাবির অভিযোগে, কথিত ওই সচিব ও তার সেকশন অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাদ্রাসা সেকশনের কথিত অতিরিক্ত সচিব কমল কান্তি সরকার ও তার সেকশন অফিসার এনামুল কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।

 
 
চিঠিতে একটি বলা হয়, একটি নম্বর থেকে ওই ব্যক্তি নিজেকে অতিরিক্ত সচিব (কমল কান্তি সরকার) পরিচয় দিয়ে দশজন অধ্যক্ষকে ফোন করে তাদের এমপিও স্থগিত করা হয়েছে বলে জানান।  
 
ওই সমস্যা সমাধানের জন্য তার সেকশন অফিসার এনামুল কবিরের (০১৮৬৩৪৩২৪২৯, ০১৭৮৯৪৯০৮৩২, ০১৮৭৯৪৯০৮৩২ ও ০১৭৭৪১৬৮৯৯৯) সঙ্গে কথা বলে ঠিক করে নিতে বলেন।
 
চিঠিতে আরও বলা হয়েছে, ওইসব নম্বরে ফোন করলে তিনি নিজেই রিসিভ করেন এবং নিজেকে সেকশন অফিসার এনামুল কবির পরিচয় দিয়ে, কাগজপত্র ঠিক করে এমপিও রেগুলার করতে বিভিন্ন অংকের টাকা দাবি করেন, না হলে এমপিও বন্ধের হুমকি দেন।  
 
বরিশালের আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসা, চট্টগ্রামের পুকুরিয়া আনসারুল উলুম মাদ্রাসা, চাঁদপুরের হোসেনপুর গার্লস হাইস্কুল ও চাঁদপুরের বাগই হাইস্কুল, কুমিল্লার গয়েশ হাজী মকছুদ আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসা, কুমিল্লার কমোল্লা মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা, কামারগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা ও কলকাজোড়া ফাজিল মাদ্রাসা, শরিয়তপুরের নলদিয়া হামিদিয়া কামিল মাদ্রাসা, রাজবাড়ীর বাগরাতুল ফাজিল মাদ্রাসার প্রধানের কাছে ফোন করা হয়।
 
চিঠির একটি অনুলিপি পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।  
 
শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সময় একটি প্রতারক চক্র শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সচিবের নামে প্রতারণা করে আসছেন। এ বিষয়ে বিভন্ন সময় বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।  
 
বুধবার সচিবালয়ে এক সভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন এসব প্রতারক চক্র থেকে সতর্ক হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জড়িতদের গ্রেফতারের আহ্বান জানান।  
 
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমআইএইচ/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।