যশোর: যশোরের ভবদহের মশিয়াহাটীতে ‘অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের’ উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে বন্যা কবলিত এলাকার প্রায় দেড় শতাধিক সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৫ (মণিরাপুর) আসনের সংসদ সদস্য স্বপন কুমার ভট্টাচার্য।
পরে জলাবদ্ধ মানুষকে পানিবাহিত রোগ থেকে সচেতন করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় কুলটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখর চন্দ্র রায়।
সেখানে বক্তব্য রাখেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (যবিপ্রবি) চিফ মেডিকেল অফিসার ডা. দীপক মণ্ডল, মশিয়াহাটী কলেজের অধ্যক্ষ মনিশান্ত মণ্ডল, মশিয়াহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ইউজি/এজি/পিসি