ঢাকা: গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করতে হাইকোর্টের রায়ের পূর্ণ বাস্তবায়ন চাই।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে গুলিস্তান এলাকায় ডিএসসিসি’র পক্ষ থেকে ফুটপাতে অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা পরবর্তী পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে একথা তুলে ধরেন মেয়র।
সাঈদ খোকন বলেন, গুলিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। প্রতিদিন লাখ লাখ মানুষ এ পথ দিয়ে চলাচল করে। তাই এ এলাকার ফুটপাত পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন উচ্ছেদ অভিযান পরিচালনাসহ যা যা করা দরকার সব করা হবে।
অবৈধভাবে স্থাপনা উচ্ছেদকালে উপস্থিত ছিলেন- সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গুলিস্তান আন্ডারপাস সংলগ্ন (দক্ষিণ পাশের) ফুটপাতে অবৈধভাবে নির্মিত দোকানপাট, সুন্দরবন মার্কেটের চারপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ফুলবাড়িয়ার বিআরটিসি বাসস্ট্যান্ডের আশেপাশের ফুটপাত জুড়ে গড়ে ওঠা টং দোকানসহ অন্যান্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।
হকাররা পথ আটকে রাখার কারণে রোগীর গাড়ি চলাচল, শিশুদের স্কুলে যাতায়াতসহ পথচারীদের চলাচলে বাধার সৃষ্টি হয়। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নাগরিকদের অসুবিধা মেনে নেবো না। উচ্ছৃঙ্খলভাবে কেউ রাস্তা দখল করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে, বলেন মেয়র।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, হুমায়ুন কবির, মো. ফরিদ উদ্দিন আহম্মেদ রতন, আনিসুর রহমান, ওমর বিন আজিজ, মোস্তবা জামান পপি, তামিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসএম/ওএইচ/এসএনএস