আশুলিয়া, ঢাকা: আশুলিয়ার শ্রীপুর এলাকার টেকনো ভেঞ্চার লিমিটেড কারখানায় মালিকানা নিয়ে সংঘর্ষে প্রতিষ্ঠানের পরিচালকসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কারখানার পরিচালক নাহিদ মাহতাব বাংলানিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা পরিচালক এহসানের সঙ্গে মালিকানা নিয়ে জটিলতা চলছিলো। পরে আমরা তার মালিকানা শেয়ারের সমপরিমাণ অর্থ ফিরিয়ে দিয়ে দিতে চাই। কিন্তু তিনি তাতে রাজি হননি। দুপুরে তিনি কারখানা বন্ধ করার জন্য বাহিরের লোকজন নিয়ে অফিসে প্রবেশ করেন। এক পর্যায়ে কারখানার ব্যবস্থাপক পরিচালক গাজী এরফান ও ম্যানেজার মিজানুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকরা বাধা দিতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/টিআই