ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে সনাকের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিরোজপুরে সনাকের মানববন্ধন

পিরোজপুর: পিরোজপুর শহরের দামোদর খালে পিরোজপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে নৌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



আসন্ন কফ-২২ মারাকাশ, মরক্কো সম্মেলনে অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ জলবায়ু তহবিল ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ খান।

সেখানে বক্তব্য রাখেন- সনাক সিএফজি উপকমিটির আহ্বায়ক অধ্যাপক রুহুল আমীন, স্বজনের সমন্বয়ক খালিদ আবু, ইয়েস উপকমিটির আহ্বায়ক প্রভাষক শাহ আলম শেখ, স্বজনের সদস্য খালেদা আক্তার হেনা, গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, সাংবাদিক নাসিম আলী ও টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।