ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সাভারে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‌‌ঢাকা: ‘সকলে একসাথে গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে পালিত হয়েছে ৭ম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসেসিয়েশনের (বিওটিএ) এবং অকুপেশনাল থেরাপি বিভাগ পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সিআরপি’র রেডওয়ে হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশে অকুপেশনাল থেরাপির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বিশ্বব্যাপী অকুপেশনাল থেরাপি চিকিৎসাসেবার চাহিদা বাড়ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশই শারীরিক, মানসিকসহ বিভিন্নভাবে প্রতিবন্ধী। তাদের মধ্যে অধিকাংশই দৈনন্দিন কাজে অক্ষম। একজন অক্ষম ব্যক্তিকে তার দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে সক্ষম বা স্বনির্ভর করতে সাহায্য করেন অকুপেশনাল থেরাপিস্টরা। কিন্ত দেশে চাহিদার তুলনায় থেরাপিস্টদের সংখ্যা খুবই কম। বর্তমানে সরকার প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে সরকারিভাবে অকুপেশনাল থেরাপিস্টদের পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বেসরকারিভাবে বিভিন্ন হাসপাতাল বা ইনস্টিটিউটে পর্যাপ্ত অকুপেশনাল থেরাপিস্ট পদ তৈরি করতে পারলে অনেক কর্মসংস্থান হবে।

সভা শেষে সিআরপি চত্বর থেকে একটি র‌্যালি বের করেন তারা। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সিআরপি কেন্দ্রে এসে শেষ হয়।

এছাড়া দিবস উপলক্ষে দিনব্যাপী অকুপেশনাল থেরাপি বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে সিআরপিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
সিআরপি’র প্রতিষ্ঠতা ড. ভেলরি এ টেইলরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিআরপি’র নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সাভার উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মো. আমজাদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শামীম আহম্মেদসহ বিশেষজ্ঞ চিকিৎসক-সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।