রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীর সদর উপজেলায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় আট মোটরসাইকেল ও অটোরিকশার চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মী সিনেমা হলের সামনে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন তালুকদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বারবান্দা গ্রামের রেজাউল করিম, যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মনিরুজ্জামান মনির, বন্দরের গ্রামের শামিম হোসেন, রাজিবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের মাহমুদুল হাসান, কুড়িগ্রাম হাসপাতালপাড়া এলাকার বেল্লাল হোসেন, পশ্চিম কাশিয়াবাড়ী এলাকার এরশাদুল ইসলাম, যাদুরচর এলাকার জাহিদ হোসেন ও শৌলমারী গ্রামের শফিকুল ইসলাম।
ইউএনও আব্দুল্লাহ আল মামুন তালুকদার বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার লক্ষ্মী সিনেমা হলের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় মনিরুজ্জামান মনিরকে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অন্য সাত জনের প্রত্যেককে দুইশত টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে সবাই জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজি/আরএ