যশোর: বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক’র সহকারী একান্ত সচিব (এপিএস) আজফার নোমান সাদেক ও পারসোনাল অফিসার (পিও) মনোজ তরফদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এপিএসকে এবং সপ্তাহখানেক আগে পিওকে অব্যাহতি দেওয়া হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মোবাইল ফোনে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এপিএস আজফার নোমান সাদেককে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এবং পিও মনোজ তরফদারকে কয়েকদিন আগেই অব্যাহতি দেওয়া হয়। তবে, কি কারণে এই অব্যাহতি তা নিশ্চিত করতে পারেননি তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিমন্ত্রীর নতুন এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাফিজ। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্বাচিত এলাকা (যশোর-৬) কেশবপুরে বহুল আলোচিত এপিএস আজফার নোমান সাদেক ও পিও মনোজ তরফদারকে অব্যাহতির বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ইউজি/পিসি