চাঁদপুর: আগামী ৩১ অক্টোবর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করার আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
ওই ইউনিয়নের জসিম উদ্দিন শেখ নামে একজন ভোটার সীমানা জটিলতা বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. সেলিমের যৌথ বেঞ্চ বুধবার (২৬ অক্টোবর) এ আদেশ দেন।
স্থগিতাদেশটি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) চাঁদপুর জেলা নির্বাচন অফিসে পৌঁছেছে।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ হাতে পেয়েছি। আদালতের স্থগিতাদেশ অনুযায়ী আমরা নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করেছি। এর আগেও পার্শ্ববর্তী নারায়ণপুর ইউনিয়নের ভোটার সংক্রান্ত একটি মামলায় নিষেধাজ্ঞা থাকায় এ ইউনিয়নের নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন উচ্চ আদালত।
এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৯১ জন। চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিল। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৪ জন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
পিসি/