নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে একটি যাত্রীবাহী বাস থামিয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে বাসের চালক ও সহকারীকে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় লিংক রোডের ভূঁইগড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- বাসচালক দেলোয়ার হোসেন (৪৩) ও সহকারী জাফর (৪২)।
নারায়ণগঞ্জের চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) আবদুল্লাহ মোমেন বাংলানিউকে বলেন, ছিনতাইয়ের শিকার দুই স্বর্ণ ব্যবসায়ী ফালান ঘোষ ও প্রদীপ ঘোষ ঢাকায় স্বর্ণ ও রূপা বিক্রি করে উৎসব পরিবহনের একটি বাসে করে নারায়ণগঞ্জ আসছিলেন।
লিংক রোডের ভূঁইগড় এলাকায় বাসটি যাত্রী নামানোর সময় দু’টি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী বাসটি থামিয়ে যাত্রীদের জিম্মি করে। তখন ছিনতাইকারীরা ফালান ঘোষ ও প্রদীপ ঘোষের সঙ্গে থাকা সাত লাখ টাকার ব্যাগটি জোর করে ছিনিয়ে নেয়।
পরে বাসটি চাষাঢ়া আসার পর যাত্রীরা চালক ও সহকারীকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান এসআই আবদুল্লাহ।
যাত্রীদের অভিযোগ, এ দুই ব্যবসায়ী ছাড়াও অন্য আরও কয়েকজন যাত্রীর কাছ থেকে মোবাইলসহ অন্য মালামাল লুট করে নিয়ে যায়। বাসটি না থামানোর জন্য বলা হলেও চালক কোনো কথা না শুনে বাসটি থামিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জিপি/এএ