ঢাকা: জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার কিছু দুর্লভ ছবি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে কারা অধিদফতর।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অতিরিক্ত আইজি (প্রিজন) কর্নেল ইকবাল হাসান মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
সাধারণ দর্শনাথীরা টিকিট কেটে ‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক এ প্রদর্শনী উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এজেডএস/এসজেএ/ওএইচ/এএসআর