মানিকগঞ্জ: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আচার্য ড. দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। যতদিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে, ততদিন এ গুণী সাহিত্যিকের নাম থাকবে।
বৃ্হস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে তিন দিনব্যাপী আচার্য ড. দীনেশ চন্দ্র সেনের সার্ধ শততম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আচার্য ড. দীনেশ চন্দ্র সেন বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন। রবীন্দ্র আমলেই দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যে স্থান দখল করে নিয়েছিলেন।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন,মানিকগঞ্জ পৌরসভা মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ও অভিনেতা তাপস চন্দ্র গৌর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু, বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আরাস্তা খান ও জেলা সিভিল সার্জন ডা. ইমরান আলী প্রমুখ।
এর আগে আগে মন্ত্রী আচার্য ড. দীনেশ চন্দ্র সেন স্মারকের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/পিসি