ঢাকা: টাঙ্গাইলে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা শেষ হয়েছে।
এ প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল মোট ৮শ’ ১০ পয়েন্টের মধ্যে ৭শ’ ৩৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর দল ৭শ’ ২১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ প্রতিযোগিতা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলের ফ্লাইট লেফটেন্যান্ট রাজীব আহমেদ চৌধুরী রাইফেল ফায়ারিং-এ ১৪৬ এবং পিস্তল ফায়ারিং-এ ১১৫ পয়েন্ট পেয়ে সেরা শুটার হিসেবে বিবেচিত হয়েছেন। বিমান বাহিনীর ৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের এয়ার অধিনায়ক এয়ার কমডোর জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
২৬ অক্টোবর (বুধবার) তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জিপি/এসএইচ