ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ছুরিকাঘাতে যুবক হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
কালিহাতীতে ছুরিকাঘাতে যুবক হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান থেকে ফেরার পথে ফরিদ মিয়া (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদ ওই এলাকার আ. মান্নানের ছেলে।

সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বালা বাংলানিউজকে জানান, বানিয়াফৈর উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে রাতে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ফরিদের সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়। অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে কয়েকজন যুবক ফরিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরআইএস/আরআইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।