জামালপুর: জামালপুরে ট্রাক উল্টে আজম মিয়া (৬০) নামের এক ট্রাকশ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামালপুর থেকে একটি চালবোঝাই ট্রাক তুলসীপুর যাচ্ছিল। পথে রশিদপুর ইউনিয়নের মোহনপুর এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে ট্রাকটি উল্টে যায়। এ সময় ওই ট্রাকের শ্রমিক আজম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরআইএস/জেএম