ঢাকা: জঙ্গি দমনে পুলিশের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে সাম্প্রতিক সময়ে পুলিশ এক্ষেত্রে যে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছে, তা শুধু দেশেই নয়, বরং বিশ্ববাসীর কাছেও অনেক প্রশংসিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেন তাকে কোনো ছাড় দেবেন না। আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ’
‘পুলিশ বাহিনীতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। ’
ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া।
সভায় জঙ্গি হামলা, অপহরণ, খুন, ডাকাতি, ছিনতাই, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশুপাচার, অস্ত্র, মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার, সড়ক দুর্ঘটনা, গাড়ি চুরি, রাজনৈতিক সহিংসতা, অপমৃত্যু মামলাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ে সারাদেশে রুজুকৃত মামলার সংখ্যা ৪৬ হাজার ৩৫০টি। আলোচ্য সময়ে সারাদেশে ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, ধর্ষণ, অপহরণ মামলা চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তুলনায় হ্রাস পেয়েছে।
অপরদিকে, একই সময়ে এসিডনিক্ষেপ, নারীনির্যাতন (ধর্ষণ ও এসিড ব্যতীত), শিশুনির্যাতন, গাড়িচুরি সংক্রান্ত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পুলিশ কর্তৃক একই সময়ে বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার এবং ধ্বংস করা হয়েছে।
গত তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) মোটরকার, মাইক্রোবাস, জিপ, মোটর সাইকেল, বেবি ট্যাক্সিসহ বিভিন্ন ধরনের ৫১০টি গাড়ি চুরির মামলা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে ২৫৪টি চুরি যাওয়া গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সভায় ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) কার্যক্রম সাফল্যের সাথে পরিচালনার জন্য ডিএমপি, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় কর্মরত পাঁচ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
এর আগে, ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শুরুতে সাবেক আইজিপি মোঃ ইসমাইল হুসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন এসবির অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হেমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মোঃ মোখলেসুর রহমান, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) ফাতেমা বেগম ও রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও সকল বিভাগের পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪২৮ ঘন্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসজেএ/জেএম