রাঙামাটি: রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হরি কিশোর চাকমা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভেদভেদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে অবস্থানরত তার স্বজনরা জানান, বনরূপা থেকে বাড়ি ফেরার পথে ভেদভেদী নামক স্থানে দ্রুত গতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা বাংলানিউজকে জানান, সাংবাদিক হরি কিশোর চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরআইএস/জেএম