নীলফামারী: নীলফামারী সদর উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞানমেলা সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক।
মেলায় অংশ নেওয়া ক্ষুদে বিজ্ঞানীদের সেরা তিন বিদ্যালয় কানিয়াল খাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রথম, বিশমুড়ি চাঁদেরহাট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং সোনারায় সংগলশী বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী বক্তব্য রাখেন।
সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম। সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিকরুল হকের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ফ্রিডম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ইউএসএস’র “বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” প্রকল্প বাস্তবায়ন করছে নীলফামারী সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়।
এ সময় ইউএসএস’র বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী আব্দুল কুদ্দুস সরকার বলেন, বিজ্ঞান শিক্ষা ও অনুশীলন সুযোগ সৃষ্টির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করতে এবং বিজ্ঞানে আগ্রহ সৃষ্টিতে সদরের ৩০টি বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণে কাজ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরআইএস/জেএম