বরিশাল: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে বরিশালে মানবতা ও সম্প্রীতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলরুমে সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।
এ ছাড়াও বক্তব্য রাখেন সম্মেলনের সমন্বয়কারী কাজল ঘোষ ও সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়াল।
বাংলাদেশ সময় : ০৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমএস/আরআইএস/জেএম