টঙ্গীর ইজতেমা মাঠ থেকে: কেউ খেলছেন ক্রিকেট, কেউবা ফুটবল। মাঠের একটি অংশ জুড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে ভোরে খেলায় মেতেছেন তরুণরা।
এভাবে প্রতি ভোরেই গাজীপুরের তুরাগ তীরের টঙ্গী ইজতেমা মাঠে তরুণদের পদচারণায় মুখর হয়ে ওঠে। শরীর চর্চার পাশাপাশি খেলায় মেতে ওঠেন তারা।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে টঙ্গী ইজতেমা মাঠে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়েছে।
তরুণরা বলছেন, প্রতিদিন ভোরেই এ দৃশ্য চোখে পড়ে। তবে শুক্রবার খুদেদের সংখ্যা বেশি থাকে। সপ্তাহের অন্যান্যদিন স্কুল খোলা থাকে। তাই শুক্রবারই খেলতে চলে আসেন তারা।
রাজধানীর উত্তরা আজমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মাহফুজ। প্রতিদিনই সকালে ক্লাসে যেতে হয় কলেজ পড়ুয়া এই তরুণের। তাই শুক্রবার ইজতেমা মাঠে খেলতে আসা বলা যায় তার নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
বললেন, সপ্তাহের অন্য ছয়দিনই সকাল থেকে ক্লাস থাকে। শুক্রবার ক্লাস, কোচিং কিছুই থাকে না। তাই ভোরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে এখানে খেলতে আসি।
খেলতে আসেন অনেক কর্মজীবী তরুণও। রাকিব উদ্দিন টঙ্গীর একটি ওয়ার্কশপে কাজ করেন। দিরে কিংবা বিকেলে সে সুযোগ থাকে না তার। তাই ভোরে খেলতে চলে আসেন এখানে।
রাকিবের ভাষ্য, শুক্রবার জুমার নামাজের পর থেকে কাজ শুরু হবে। তাই ভোরে সমবয়সীদের সঙ্গে খেলতে আসছি এখানে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফজরের নামাজের পর থেকে প্রায় প্রতিদিন মুখর হয়ে ওঠে টঙ্গীর ইজতেমা মাঠ।
ইজতেমা মাঠে কর্মরত আল-আমিন বলেন, প্রতিদিনই ফজরের আজানের পরই গেট খুলে দেওয়া হয়। তখন থেকে ছেলে-পেলেরা এখানে খেলতে আসেন।
‘দেখলে ভালোই লাগে। আমরাও গ্রামে এক সময় খেলেছি। আমাদেরও শৈশবে ফিরে যাই। ’
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ইউএম/এমএ