ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বরগুনায় অস্ত্রসহ যুবক আটক

বরগুনা: বরগুনায় অস্ত্রসহ সোহাগ (২০) নামে এক যুবককে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে সদরের ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের আলিশ্যার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহাগ বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। তিনি বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল চৌমুহনী আলিশ্যার মোড়ে একটি স’মিলে কাজ করেন।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বাড়ি ফিরছিলেন। এসময় সোহাগকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছুরি, ছ্যান, ও গাঁজা সেবনের সরঞ্জাম পাওয়া যায়।

পরে বরগুনা ৮ নম্বর ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ তাকে বরগুনা থানায় হস্তান্তর করেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।