নেত্রকোনা: নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নেত্রকোনা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ছানোয়ার হোসেন বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান শেষে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে বিপ্লবের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আইএ