ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ১৫ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন সাদ্দাম।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬