ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ১১ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
নাটোরে ১১ জনের কারাদণ্ড ছবি: প্রতীকী

নাটোর: নাটোরে এক মাদক ব্যবসায়ী ও ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এ দণ্ড দেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব) সদস্যরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আজগর আলী (৫৮), মোমিন আলী (৪৮), মোজাহার আলী (৬০), বাবুল (৪০), আনোয়ার হোসেন (৩৯), সবুজ (৩০) মতিলাল (৪২), আকবর হোসেন (৬০), হাসেম আলী (৪৫), মমিন (৩৭) ও  গনি (৫৮)।

তাদের সবার বাড়ি নাটোর, বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়।

নাটোর র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে আজগর একজন মাদক ব্যবসায়ী ও অন্যরা সেবনকারী।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে আজগর শহরের স্টেশন বাজার এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার আস্তানায় তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ গিয়ে মাদক সেবন করে থাকেন। ফলে এলাকার সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালায় ৠাব। এসময় মাদকসহ এক ব্যবসায়ী ও ১০ সেবীকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক মাদক ব্যবসায়ী আজগরকে এক বছর ও ১০ সেবীর প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।