ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ২৫০ কার্টন (৫০,০০০ শলাকা) বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে দুবাই ফেরত যাত্রী মোহাম্মদ শুয়াইব উদ্দিনেরর কাছ থেকে এগুলো আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে জানান, শুয়াইব দুবাই থেকে কাতার হয়ে QR 636 ফ্লাইটে করে ঢাকায় আসেন। এরপর তার সঙ্গে থাকা দু’টি লাগেজ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। আটককৃত সিগারেটগুলো আমেরিকান সুপার স্লিম ব্র্যান্ডের। যার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
শুয়াইবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
পিএম/এসএইচ