মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৬০ জেলেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ শিকারের দায়ে তাদের আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসআর