ঢাকা: রাজধানীতে পানিতে পড়ে সাজু আক্তার (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শেরেবাংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকি বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে উক্ত থানাধীন পশ্চিম আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পুকুর পাড় থেকে সাজুর মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, শিশুটিকে বেশ কয়েক বছর আগে বাণিজ্য মেলা থেকে কুড়িয়ে পান মাহাবুবুল আলম নামের এক ব্যক্তি। তখন থেকেই সাজু পশ্চিম আগারগাঁও এলাকায় তাদের সঙ্গে থাকতো।
এসআই জানান, রাতে বাসার সামনের ওই পুকুরে হাত-মুখ পরিষ্কার করতে গিয়ে পা পিছলে তলিয়ে যায় সাজু। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
সাজুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মুত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজেডএস/জেডএস