নাটোর: নাটোরের সিংড়ায় পাঁচ নারী মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার ছোট হাতিনদহ গ্রামের ফজলুর স্ত্রী আছিয়া বেগম (৪২), একই গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী সুফিয়া বেগম (৪০), চাঁদপুর গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী বুড়ি বেগম (৪০), নিঙ্গুইন গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী রেখা বেগম (৪১) ও সিংড়া সরকার পাড়া মহল্লার কালুর স্ত্রী বুড়ি বেগম (৩৫)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তারা যার যার এলাকায় গাঁজা ব্যবসা করে আসছিলেন। রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজি/এসএইচ